ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৫

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা
বিএনপি নেতা তাবিথ আউয়াল। ছবি: নিজস্ব

রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ এ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কয়েকজন আহত হন।

শনিবার সন্ধ্যার পর বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।

নজিরবিহীন লোডশেডিং, তেলগ্যাসের মূল্যবৃদ্ধি, ভোলায় আব্দুর রহিম ও নুরে আলম এবং নারায়নগঞ্জে শাওনকে হত্যার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপরপাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য প্রায় শেষ পর্যায়ে অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে।

তিনি বলেন, নারী কর্মীরাও আহত হয়েছে। ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র প্রার্থী ছিলেন, তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে মাথায়ই আসে না।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমএস

  • সর্বশেষ
  • পঠিত