ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দুই দলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ: এরশাদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৪

দুই দলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সব ধর্মের সমান অধিকার দিয়েছিলাম, এখন মন্দির লুট হয়, জমি দখল হয়, আমাদের সময় এগুলো হয়নি। দুই দলের অত্যাচারে মানুষ আজ অতিষ্ঠ। তাই মানুষ আমাদের চায়।

সোমবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা রচিত 'জাতীয় পার্টি কেন করবেন' এবং 'তোমার জন্য' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় এরশাদ বলেন, বর্তমানে মেধার চেয়ে দলের কদর বেশি। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ছাত্রলীগের দু’গ্রুপ মারামারি করেছে। এজন্যই ছাত্র রাজনীতি বন্ধ করেছিলাম। আমার সময় মাথা কাটা লাশ দেখতে হয়নি। এখন পরিবর্তন দরকার। পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। মানুষ সুখে, শান্তিতে, নিরাপদে ছিল। কাটাকাটি, হানাহানি, মারামারি, গুম, হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতন ছিলনা। এ কারণেই দেশের মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এটা ভাষার মাস। বাংলা ভাষার জন্য অনেকে শহীদ হয়েছেন। কিন্তু কেউ সর্বস্তরে বাংলা ভাষা চালু করেনি, আমি চালু করেছি। এজন্য ১৯৮৭ সালে আইন পাশ করেছিলাম। বাংলা ভাষায় সরকারি অফিস, আধা সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠানসহ বাংলা লেখা বাধ্যতামূলক করেছিলাম। ইংরেজী সাইন বোর্ডের নিচে বাংলায় লিখতে হবে এটা আমিই শুরু করি।

জাতীয় পার্টি কেন করবেন? বইটি মোড়ক উন্মেচন শেষে এরশাদ বলেন, বইটি পড়লেই আপনারা সবকিছু জানতে পারবেন। আমার উন্নয়ন, সংস্কার ও নির্মাণের কথা জানতে পারবেন।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও প্রকাশক আলমগীর সিকদার লোটন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট লেখক মো. সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর প্রমুখ।

এসআইএস/

  • সর্বশেষ
  • পঠিত