ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

খালেদা জিয়ার মামলার বাক্সভর্তি নথি গেল হাইকোর্টে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১২:৩২

খালেদা জিয়ার মামলার বাক্সভর্তি নথি গেল হাইকোর্টে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে নথিগুলো টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় পাঠানো হয়। ঢাকার বিশেষ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্ট গত ২২ ফেব্রুয়ারি নথি চেয়ে নিম্ন আদালতকে আদেশ দেয়। নথি পাওয়ার পর খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত। আদেশের দিন সোমবার ঠিক করেছেন আদালত।

এর আগে রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়।

সকালে শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জামিনের বিষয়ে আদেশ চান।

তিনি শুনানিতে বলেন, ‘আপনাদের ক্ষমতা আছে আদেশ দেওয়ার জন্য। নথিও চেয়েছিলেন কিন্তু সেটি আসেনি। তারপরও আমরা জামিনের আদেশ চাইছি।’

আদালত এ বিষয়ে বলেন, ‘নথি আসার দিন আজ পর্যন্ত আছে। নথি পাঠানোর বিষয়ে আমাদের আদেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটিও দেখার বিষয়। জামিন আদেশটি আগামীকালের জন্য রাখি। নট টুডে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে বিএনপির চেয়ারপারসন গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে নথি আসার সময়সীমা শেষ হয়েছে বিষয়টি খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের নজরে আনেন গত বৃহস্পতিবার।

পরে আদালত জামিন বিষয়ে শুনানির জন্য রোববার দিন ঠিক করেন হাইকোর্ট।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত