ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বিএনপির প্রতিরোধের মুখে রনি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯

বিএনপির প্রতিরোধের মুখে রনি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও স্থানীয় বিএনপির প্রতিরোধের মুখে পড়েছেন আওয়ামী লীগ ছেড়ে যাওয়া সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ছাড় দিচ্ছে না আওয়ামী লীগও। তাই নিজ বাসভবন থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী-৩ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এই আসনে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর হোসাইন।

২০০৮ সালের নির্বাচনে হঠাৎ করেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান গোলাম মাওলা রনি। হয়ে যান সংসদ সদস্য। এরপর স্থানীয় আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের বিরুদ্ধে মেতে ওঠেন তিনি। চলে হামলা, মামলা আর নির্যাতন।

গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, ‘আওয়ামী লীগের সংসদ সদস্য থাকাকালীন, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা আছেন তারাসহ হাজার হাজার নেতা কর্মী অত্যাচারীত হয়েছে। এমনকি সাংবাদিকের উপরেও হামলা করিয়েছে এই গোলাম মওলা রনি।’

গলাচিপা পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘তার অত্যাচারে এই গলাচিপা ও দশমিনা জনপদ অতীষ্ট ছিল এমনকি ইমামকে সে প্রহার করেছে। এগুলো আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করেছে।’

গলাচিপা উপজেলা পরিষদ ভাইস চেয়রাম্যান মতিউর রহমান মাষ্টার বলেন, ‘আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা উনার জন্য কোথাও কোনও বাধাবিঘ্ন সৃষ্টি করেনি। জনগণই উনাকে সম্পূর্ণ রূপে প্রত্যাক্ষাণ করেছেন। গলাচিপা, দশমিনার মানুষ উনাকে চায় না।’

দল বদল করলেও স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ক্ষমতায় থাকতে রনির সহযোগীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তাদের অনেকে। তাই এখন তার পক্ষে কাজ করতে আগ্রহী নন নেতাকর্মীরা।

গলাচিপা উপজেলা বিএনপি সহ-সভাপতি ফজলুর রহমান সাজু বলেন, ‘এতবড় গলাচিপা ও দশমিনা নির্বাচনি এলাকা। ঘরে বসে বসে নির্বাচন কি করে হবে সেটা আমরা বুঝতে পারছি না।’

অবশ্য এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আরেক নতুন মুখ এসএম শাহাজাদা। তিনি প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত