ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

‘সরকার খালেদাকে কারাগারেই হত্যা করতে চায়’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০১৯, ১৪:০৪  
আপডেট :
 ২৪ মে ২০১৯, ১৫:১০

‘সরকার খালেদাকে কারাগারেই হত্যা করতে চায়’

সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে কারাগারের ভেতরেই হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার কি বিনা চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের ভেতরেই মেরে ফেলতে চায়? তাকে হত্যা করতে চায়? এতো দূর্বলতা কেনো?’

‘বিএনপির এমপিদের শপথ নেওয়ার সঙ্গে খালেদা জিয়ার মুক্তির বিষয় জড়িত কি না’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কি এ কথা বলেছি? আমরা বলেছি, রাজনৈতিক ও বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র এবং আমাদের পার্টির স্বার্থে আমরা সংসদে গিয়েছি। আমরা বেগম জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ের সাথে এটাকে কখনো জড়াই নাই। সুতরাং সংসদে যাওয়ার সাথে বেগম জিয়ার মুক্তির কোন সম্পর্ক নাই।’

‘প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে’ মির্জা ফখরুল বলেন, ‘চিন্তার কি আছে? তার যে প্রাপ্য, সেই জামিনটা আমরা চাই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম জিয়া তো মুক্তিযোদ্ধা বটেই। কারণ তার স্বামী স্বাধীনতা ঘোষণা করার অপরাধে যদি তাকে জেলে থাকতে হয়, তাহলে কি তিনি মুক্তিযোদ্ধা নন?’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায়ভার সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বারবার সরকারকে বলেছি, বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএমএমইউ) হাসপাতালে আসার আগে আমরা বলেছিলাম, বেগম জিয়া আসতে চাচ্ছেন না। তিনি বাইরে থেকে চিকিৎসা করতে চান। কিন্তু সেখানে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। কেনো দিচ্ছে না? যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় তো তিনি জামিনযোগ্য। তিনি জামিন পেতে পারেন। সবাই পেয়েছে। কিন্তু আজকে বেগম জিয়ার ব্যাপারে কেনো এই সিদ্ধান্ত!’

‘খালেদা জিয়ার মামলার বিষয়ে সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘এটা আইনের সাথে সম্পূর্ণ বিরোধী। আর বেগম জিয়ার সঙ্গে যে আচারণ করা হচ্ছে, তা সম্পূর্ণ অমানবিক, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন করা হচ্ছে।’

খালেদা জিয়ার শারীরিক বিষয়ে মির্জা আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া ডায়াবেটিসে ভুগছেন। যেটাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বলা হয়। আর ইনস্যুলিন নেওয়ার পরও তার ডায়াবেটিস কমছে না। এই অবস্থায় একজন বয়স্ক মহিলার কারাগারে কি পরিণতি হতে পারে, তা আমরা সবাই জানি। আর আগে তিনি হাতের বাম কাঁধের ব্যথায় ভুগছিলেন। এখন সেটা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়েছে গেছে। যার ফলে তার হাতগুলো তিনি নাড়াতে পারছেন না। আর পা সোজা থাকলে তিনি বাঁকা করতে পারছেন না। তিনি কোন সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না। এছাড়া তার পেশীগুলো শুকিয়ে যাচ্ছে বা অকেজো হয়ে যাচ্ছে।’

‘সম্পূর্ণ মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য বেগম জিয়াকে বেআইনীভাবে সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে’ বলেও মন্তব্য করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত