ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চেয়ার ছোড়াছুড়িতে শুরু আওয়ামী লীগের সম্মেলন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৭  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫২

চেয়ার ছোড়াছুড়িতে শুরু আওয়ামী লীগের সম্মেলন

সামনের সারিতে বসা নিয়ে চট্টগ্রামে সম্মেলন শুরুর আগে উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে নগরীর লালদিঘী মাঠে এই ঘটনা ঘটার সময় কেন্দ্রীয় নেতারা ছিলেন না। পরে সম্মেলন যথাসময়ে শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্মেলনের শুরুতে বিভিন্ন নেতার নামে স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। তবে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে তা থেমে যায়। কোন দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়, তা জানা যায়নি। এতে কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, ‘দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি।’

বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্মেলন উদ্বোধন করেন।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত আছেন।

লালদিঘী মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের পর বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত