ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সতর্ক থাকার পরেও যেভাবে ছড়াতে পারে করোনাভাইরাস

  স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৯:১৮  
আপডেট :
 ২০ মার্চ ২০২০, ১৯:২১

সতর্ক থাকার পরেও যেভাবে ছড়াতে পারে করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আমরা অনেকে মাস্ক ব্যবহার করছি বা সাবান দিয়ে হাত ধুয়ে নেই। কিন্তু শুধু হাত ধোয়া বা মাস্ক ব্যবহারেই আমাদের নিরাপদ করে না। অনেক সময় আমরা বেশ কিছু ছোট-খাটো ভুল হরহামেশাই করে ফেলি যা আমাদের ভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়।

দৈনন্দিন জীবনযাপনে আমরা এ ধরণের কী কী ভুল করি তা নিয়েই আজকের এ প্রতিবেদন।

১) করোনার প্রতিরোধে অনেকে মাস্ক ব্যবহার করেন। কিন্তু অনেক সময় দেখা যায় মাস্ক কিনতে গিয়ে অনেকে মাস্ক মুখে পড়ে মাপ নেন যে, মাস্কটি তার মুখে যথাযথভাবে লাগে কিনা। এরপর তিনি আবার অন্য মাস্ক দেখেন। এভাবে ক্ষেত্র বিশেষ একেকজন পাঁচ থেকে ছয়টি মাস্ক দেখেন আবার পরে রেখে দেন, যার ফলে ওই মাস্ক ব্যবহার করে অন্য কারো করোনা ঝুঁকি থেকেই যায়।

২) অনেক সময় দেখা যায়, অনেকে টাকা আদান-প্রদানের সময় মাস্ক পড়া থাকলেও মাস্ক নামিয়ে তিনি টাকা গুনছেন। ক্ষেত্র বিশেষ তিনি মুখের লালা হাতে লাগিয়ে আবার টাকায় হাত দেন। যার ফলে এ টাকা থেকে অন্যের মধ্যে এ ভাইরাস ছড়ানো ঝুঁকি থাকে।

৩) অনেকে পড়ার সময় মুখের লালা লাগিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টা। যার ফলে ভাইরাস সংক্রামণ হতে পারে।

৪) নাক-চোখের মতো খোলা জায়গায় হাত লাগিয়ে খোঁচাখুচি করেন অনেকে। এর কারণে ছড়াতে পারে করোনাভাইরাস।

৫) অনেকে মোবাইল নিয়ে টয়লেটে যায়, যা একদমই উচিত নয়। এর ফলে দ্রুত সংক্রামণ হতে পারে করোনার।

৬) বিভিন্ন জায়গার দরজার হাতল, বাসের ছিটসহ অফিসের কি-বোর্ড, মাউসের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে দেশে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত