ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সাপের দ্বীপের কাহিনী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:০৪  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৮

সাপের দ্বীপের কাহিনী
ছবি- সংগৃহীত

ব্রাজিলের উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ ইলা ডা কিইমডে গ্রান্ডে। কিন্তু এই দ্বীপটি বেশি পরিচিত আইল্যান্ড অব স্নেইক বা সাপের দ্বীপ নামে। বিশ্বে বেশ কিছু সাপের দ্বীপ রয়েছে কিন্তু বথ্রপ ইনসিলারিস বা সোনালী চোখা মাথাবিশিষ্ট পিট ভাইপার সাপ যা খুবই বিষাক্ত, শুধুমাত্র এই দ্বীপেই বাস করে।

ন্যাড়া পাথরের পাহাড় বা রেইনফরেস্টে আচ্ছাদিত বন্ধুর ভূমি সব জায়গায়ই দেখতে পাওয়া যায় এই সাপ। এবং এরা সংখ্যায় এত বেশি যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলা হয় এখানে প্রতি বর্গমিটারে একটি করে সাপ বাস করে। ধারণা করা হয় এই দ্বীপে চার লাখেরও বেশী সাপ রয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি জরিপে এই সংখ্যা ৪ হাজারের বেশি দেখানো হয়নি।

সংখ্যা নিয়ে যে বিতর্কই থাক এটা ঠিক যে, বিষাক্ত সাপে ঠাসা এই দ্বীপে কোনো মানুষই যেতে আগ্রহী নয়। বিপন্ন প্রজাতির সাপ এবং সাপের হাতে মানুষের মৃত্যু ঠেকাতে বর্তমানে এই দ্বীপটিতে সর্ব সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত