ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

তামিম-লিটনদের অভয় দিলেন পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:১১  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২০, ১৬:১৩

তামিম-লিটনদের অভয় দিলেন পাপন

পাকিস্তান সফরকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাদেরকে অভয় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের সাহস যোগাতে দলের সাথেই অবস্থান করবেন তিনি।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে আমি যখন ইনডিভিজুয়ালি কথা বলেছি সেখানে সিনিয়ররাই বেশি ছিল। সবার সাথে তো কথা হয়নি, কথা হয়েছিল তামিম, মুশফিক, রিয়াদদের সাথে। ভাবলাম যে আজকে এখানটাই পাবো। আমার একটু ইমার্জেন্সি কাল বাইরে (দেশের বাইরে) যেতে হচ্ছে। আমি চলে আসবো ২২ তারিখে। তো আমি ওদের সাথে ট্রাভেল করতে পারছি না। তো এটাই বলতে আসছিলাম, ওরা ভাবতে পারে আমি যাচ্ছি না। ওটাই বলতে এসছিলাম যে ২৩ তারিখে যেয়ে আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা করবো।’

এছাড়াও পাকিস্তান সফরের আগে ক্রিকেটারদের অভয় দিয়েছেন বিসিবি সভাপতি, ‘সিকিউরিটি নিয়ে বেশি কথা বলিনি। সিকিউরিটি নিয়ে চিন্তা না, খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এগুলো থাকলে খেলাটা ন্যাচারালি আসেনা। মেন্টাল পিস ছাড়া ক্রিকেট খেলা কিন্তু খুব কঠিন। টি-টোয়েন্টি এমনিতেই হাই টেন্সড খেলা, প্রতি বলে খেলা ঘুরে যায়। বললাম, ঠান্ডা মাথায় খেলবা, ইন শা আল্লাহ কিছু হবে না। আমি আসছি, থাকবো-একসঙ্গে খাবো; কোন অসুবিধা নেই।’

  • সর্বশেষ
  • পঠিত