ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

দিল্লির সহিংসতায় ক্রিকেটারদের শান্তির ডাক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫

দিল্লির সহিংসতায় ক্রিকেটারদের শান্তির ডাক

হঠাৎ করেই ভারতের রাজধানী দিল্লিতে অশান্তি ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই অশান্তির আগুনে এরইমধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনেরও বেশি। আহত হয়েছেন শত শত মানুষ। প্রিয় শহরের এই অবস্থা দেখে মন খারাপ যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ ও হরভজন সিংয়ের। এমন অবস্থায় নিজেদের অবস্থান থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন এই তিন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার।

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত, 'দিল্লিতে যা হচ্ছে, তা ভালো ঠেকছে না। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।”

দিল্লিতে শান্তি কামনা করে টুইট বীরেন্দর শেবাগ লিখেছেন, 'দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনো ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিবে।'

যুবরাজ সিংহ লিখেছেন, 'দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি, প্রশাসন দ্রুত কোনো উপায় বের করবে এই পরিস্থিতি সামলানোর।'

হরভজন সিং টুইটে বলেছেন, 'দিন শেষে শেষে প্রত্যেকেই মানুষ। একই সঙ্গে চলতে হবে প্রত্যেককে।'

  • সর্বশেষ
  • পঠিত