ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাংলাতেই কথা বলবো, এই ভাষা মা শিখিয়েছে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৯:৫১  
আপডেট :
 ১৯ মার্চ ২০২০, ১০:৪৬

বাংলাতেই কথা বলবো, এই ভাষা মা শিখিয়েছে

‘মাঠে দুর্দান্ত, কিন্তু ইংরেজিতে দুর্বল- এমন উদাহরণ শুধু বাংলাদেশ দল কেনো, উপমহাদেশের ক্রিকেটে আছে অনেক। অনেক খেলোয়াড়ই তার মাতৃভাষায় কথা বলেন। সেটির ইংরেজি অনুবাদ করে দেন মিডিয়া ম্যানেজার অথবা ধারাভাষ্যকার।

অনেক খেলোয়াড়ই সাধারণ পরিবার থেকে আসেন। খেলার নেশায় পড়ালেখায় সময় দিতে পারেননি। তাই ইংরেজি ভাষাও রপ্ত করা সম্ভব হয়নি। বাংলাদেশ ক্রিকেটের মোস্তাফিজুর রহমান তাদের মধ্যে একজন। বুধবার সংবাদমাধ্যমে মুখোমুখি হয় নিজের সম্পর্কে জানালেন অনেক তথ্য।

এমনিতে দেশি-বিদেশি মিডিয়া কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে ইংরেজিতে কথা বলার চেষ্টা থেকে নিজেকে দূরে রাখতে চান। সবখানে, সবসময় কথা বলতে চান মায়ের শেখানো ভাষা বাংলায়। অনেকে চেষ্টা করেন নিজেকে বদলাতে। মোস্তাফিজ এসবের কিছুই ধার ধারেন না। সোজা জানিয়ে দিলেন, ‘আমি বাংলায় কথা বলতে চাই। যেভাবে আছি সেভাবে থাকতে ভালোবাসি। বাংলায় কথা বলতে ভালো লাগে। এইটা আমার মা শিখাইছে ভাই।’

  • সর্বশেষ
  • পঠিত