ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

লকডাউনে ঘরের মধ্যেই টেনিস খেললেন নাদাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৬:৪২

লকডাউনে ঘরের মধ্যেই টেনিস খেললেন নাদাল

বিশ্ব জুড়ে মারণ খেলা ক্রমশ বাড়াচ্ছে করোনা ভাইরাস। যত দিন এগোচ্ছে দ্রুত থেকে দ্রুততর গতিতে বাড়ছে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। পরিস্থিতি মোকাবেলায় প্রায় সমগ্র বিশ্ব জুড়েই চলছে লকডাউন। স্তব্ধ সব কিছু। তেমনই ছন্দ হারিয়েছে খেলার মাঠও। ক্রিকেট, ফুটবল, হকি থেকে টেনিস। পৃথিবী জুড়ে বন্ধ সমস্ত ধরনেপ স্পোর্টস ইভেন্ট।

একদিকে স্তব্ধ খেলার মাঠ অপরদিকে লকডাউন দুই জেরে গৃহবন্দী রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। ফলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সকলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন মজাদার ভিডিও ও সামাাজিক সচেতনতার বার্তা। তেমনই একটি বাড়ির উঠোনে টেনিস খেলার মজার ভিডিও পোস্ট করলেন টেনিস তারকা রাফায়েল নাদাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদাল যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, মায়োরকায় নিজের বাড়ির পিছনের উঠোনে বোনের সঙ্গে টেনিস খেলছেন রাফা। বোন মারিয়া বেলের সঙ্গে খেলার সময় নেট হিসেবে দুটো চেয়ারকে ব্যবহার করেছেন নাদাল। খেলা বন্ধ থাকায় টেনিস তারকারা বাড়িতে থেকেই নিজেদের যতটা সম্ভব ফিট রাখা যায় তার চেষ্টা করছেন। বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নাদালকেও তা করতে দেখা গেল। একদিকে শারীরিক কসরত অপরদিকে বোনের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন ফ্যামিলি টাইম। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল রাফায়েল নাদাল ও তার বোনের টেনিস খেলার ভিডিও।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের এক ক্যাম্পেনেও রয়েছেন নাদাল। এই ক্যাম্পেনের নাম ‘নুয়েস্ত্রামেজরভিক্টোরিয়া’। যা গত সপ্তাহে শুরু করেছেন এনবিএ তারকার পাউ গাসোল। করোনার বিরুদ্ধে স্বাস্থ্য পরিষেবার কাজে উদ্যোগী এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অর্থ সাহায্য করেছেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ, রবার্তো বাউতিস্তা আগুট, ফেলিসিয়ানো লোপেজ, ডেভিড ফেরার, গারবিনে মুগুরেজা, কার্লা সুয়ারেজ নাভারোর মতো টেনিস খেলোয়াড়েরা। তার জন্য নাদাল ধন্যবাদও জানিয়েছেন জকোভিচকে।

  • সর্বশেষ
  • পঠিত