ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যেই অনুশীলনে বায়ার্ন মিউনিখ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৭:৪১

করোনার মধ্যেই অনুশীলনে বায়ার্ন মিউনিখ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের সব প্রধান ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। স্থগিত হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগও। সেই স্থগিতাদেশের ২৫তম দিন চলছে আজ। ফের কবে ফুটবল মাঠে গড়াবে তা এখনও অনির্দিষ্ট। তবে ফুটবলবিহীন বেশিদিন বসে থাকতে রাজি নয় বায়ার্ন মিউনিখ। করোনায় ম্যাচ স্থগিত হওয়ার পর প্রথম দল হিসেবে চলতি মৌসুমের বুন্দেসলিগা অভিযানের জন্য সোমবার অনুশীলনে ফিরেছে জার্মান চ্যাম্পিয়নরা।

বাভারিয়ানরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথম দল হিসেবে ছোট গ্রুপে সোমবার থেকে অনুশীলন শুরু করছে বায়ার্ন মিউনিখ। সরকার এবং তার সঙ্গে সম্পর্কিত কর্তৃপক্ষের কর্মনীতির সহায়তায় তা হচ্ছে। অনুশীলন চলবে জনগণের উপস্থিতির বাইরে।’

গত ১৩ মার্চ থেকে জার্মান বুন্দেসলিগা স্থগিত হয়ে আছে। এর আগে জার্মান ফুটবল লিগ ক্লাবগুলোকে বলেছিল, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত যেন অনুশীলন বন্ধ থাকে। সেই এপ্রিলের পাঁচ তারিখ চলে এসেছে। তাই বায়ার্নও ঘোষণা দিয়েছে, ছোট ছোট গ্রুপে অনুশীলন চালিয়ে যাও তোমরা।

আপাতত আগামী ৩০ এপ্রিলের আগে জার্মান বুন্দেসলিগা শুরু হওয়ার কোনো অবকাশ নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

  • সর্বশেষ
  • পঠিত