ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

দর্শকশূন্য মাঠেও আইপিএল খেলতে রাজি কামিন্স

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৭:৫৭  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২০, ১৮:১৪

দর্শকশূন্য মাঠেও আইপিএল খেলতে রাজি কামিন্স

আইপিএল নিয়ে আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তিনি আশাবাদী যে করোনাভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতি কেটে গেলেই হবে আইপিএল। ২৯ মার্চ থেকে হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু, লকডাউনের জেরে তা পিছিয়ে গিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। যা আভাস, তাতে ভারতে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে।

ফলে, আইপিএল কবে হবে, তা নিয়ে সংশয় থাকছে। এই অবস্থায় অনেকেই গ্যালারি ফাঁকা করে আইপিএল আয়োজনের পক্ষে বলছেন। আবার অনেকেই মনে করছেন যে এখন আইপিএল হওয়ার মতো পরিস্থিতি নেই। আইপিএল হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ চেয়ারম্যান রাজীব শুক্ল।

আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সে আসা অজি পেসার কামিন্স অবশ্য দর্শকহীন মাঠেও আইপিএলে খেলতে প্রস্তুত। তার মতে, আইপিএল হলে তা করোনার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে সাহায্য করবে। তিনি বলেছেন, এই মুহূর্তে সবার নিরাপদে থাকাই অগ্রাধিকার পাচ্ছে। তবে তার পরই আসছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠা। সেই কারণে যদি ফাঁকা গ্যালারিতেও খেলতে হয়, দুর্ভাগ্যের হলেও তাই হোক। তাতে অন্তত ঘরে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • পঠিত