ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আইপিএল নিয়ে ভারতের ক্রীড়ামন্ত্রীর নতুন সিদ্ধান্ত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৯:১৫

আইপিএল নিয়ে ভারতের ক্রীড়ামন্ত্রীর নতুন সিদ্ধান্ত

নিকট ভবিষ্যতে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করবে না ভারত। এমনটাই জানালেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানালেন, পরিবর্তিত পরিস্থিতিতে ফাঁকা স্টেডিয়ামে খেলা হওয়ার ব্যাপারটা অনুরাগীদের মেনে নিতেই হবে। কারণ খেলাধুলোয় এখন এটাই স্বাভাবিক।

রিজিজু বলেছেন, ‘‌খেলাধুলো আবার যাতে শুরু হয়, তার জন্য আমরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছি। কিন্তু তারও আগে আমাদের ভাবতে হচ্ছে ট্রেনিং ও প্র‌্যাকটিস নিয়ে। তবে এখনই টুর্নামেন্ট শুরু বা আয়োজন করার জায়গায় নেই। ফাঁকা স্টেডিয়ামে খেলার ব্যাপারটায় আমাদের অভ্যস্ত হতে হবে।’‌

ক্রীড়ামন্ত্রীর এমন বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে আইপিএল ২০২০ নিয়ে। যদি একান্তই প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদেশি প্লেয়ারদের বাদ দিয়ে, সেক্ষেত্রে আইপিএলকে আর আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট বলা যাবে না। আইপিএল নিয়ে রিজুজু জানান, ‘‌এই মুহূর্তে যে কোনও টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত হবে। একটা টুর্নামেন্টের আয়োজন করতে গিয়ে কাউকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারি না। কোভিড–১৯ এর বিরুদ্ধে লড়াই আমাদের মূল লক্ষ্য। তবে স্বাভাবিক পরিস্থিতি যাতে ফিরিয়ে আনা যায় সে কথাও মাথায় রাখতে হচ্ছে। কবে থেকে আবার খেলাধুলো হবে, টুর্নামেন্টের আয়োজন করা যাবে তা এখনই বলা কঠিন। নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না। এটুকু বলতে পারি, কিছু টুর্নামেন্টের আয়োজন আমরা হয়তো করতে পারবো এ বছর।’‌

  • সর্বশেষ
  • পঠিত