ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাতে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২০, ১৭:৫৬

রাতে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা

দীর্ঘ তিন মাস পর আজ রাতে মাঠে ফিরছে স্প্যানিশ লা লিগা। প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে সেভিয়া। রাত ২টায় সেভিয়ার মাঠে আতিথ্য নিবে রিয়াল বেটিস। সরাসরি দেখা যাবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে।

করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া থাকছে নতুন নিয়ম কানুন। ক্লাব, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য একগাদা নির্দেশিকা দিয়েছে লীগ কর্তৃপক্ষ। টিম হোটেলে থাকা থেকে শুরু করে বাসে কিভাবে আসবেন। খেলার সময় বদলি খেলোয়াড়রা কি করবেন, গোল হলে কি করা যাবে, কি করা যাবে না। সবই স্পষ্ট করে নির্দেশ দেয়া হয়েছে। দর্শকশূন্য স্টেডিয়ামে শুধু খেলোয়াড়, কোচ, রেফারি, ম্যাচ কর্মকর্তা, সংবাদকর্মী, ফটোগ্রাফার, নিরাপত্তাকর্মীরা থাকতে পারবেন।

এছাড়া খালি গ্যালারির বিভিন্ন স্থানে থাকবেন সাংবাদিক ও টিভির ক্যামেরার দায়িত্বে থাকা ব্যক্তিরা। করোনার কারণে বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে ২৭ রাউন্ডের। এখন বাকি আছে ২০ দলের আরো ১১টি করে ম্যাচ।

২৭টি করে খেলা শেষে বার্সিলোনার পয়েন্ট সর্বোচ্চ ৫৮। দুইয়ে থাকা রিয়ালের ৫৬ পয়েন্ট। মাদ্রিদের দলটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। পরের স্থানগুলোতে থাকা রিয়াল সোসিয়েদাদ (৪৬ পয়েন্ট), গেটাফে (৪৬ পয়েন্ট), এ্যাটলেটিকো মাদ্রিদ (৪৫ পয়েন্ট)। খুব একটা পিছিয়ে নেই পরের কয়েকটি দলও।

  • সর্বশেষ
  • পঠিত