ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

২০২৩ বিশ্বকাপ খেলতে চান শ্রীশান্ত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২০, ১৬:২৬

২০২৩ বিশ্বকাপ খেলতে চান শ্রীশান্ত

ফের ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন শ্রীশান্ত। শুধু ফেরাই নয়, ফের বিশ্বকাপ খেলারও স্বপ্ন দেখছেন ভারতীয় এই পেস বোলার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হচ্ছে শ্রীশান্তের ৭ বছরের নির্বাসনের মেয়াদ। তারপর রঞ্জি ট্রফিতে ফেরার কথা বলেছেন শ্রীশান্ত। কেরালের কোচও বলেছেন শ্রীশান্তের ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে তাকে দলে নেওয়া হতে পারে। সেখান থেকেই আরও বেশি অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সেখান থেকেই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন শ্রীশান্ত।

ক্রিকেটে ফেরার প্রসঙ্গে শ্রীশান্ত জানিয়েছেন, 'এখনও বিশ্বাস করি যে ২০২৩ সালের বিশ্বকাপ খেলার ক্ষমতা রয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। নিজের লক্ষ্য নিয়ে আমি কখনই বাস্তববাদী নই। কিন্তু অধিকাংশ অ্যাথলেট এমনই। যদি আমাদের এমন অসম্ভব কোনও লক্ষ্য না থাকে, তবে আমরা সাধারণে পরিণত হব।'

এছাড়াও শ্রীশান্ত জানিয়েছেন, হতাশা কাটিয়ে উঠতে প্রচুর পরিশ্রম করেছি। এমনকি মিক্সড মার্শাল আর্টস পর্যন্ত করেছি। নিজের রাগ-হতাশা কোথাও বের করতে হত আমাকে। আমি কাউকে মারিনি, তবে তার কাছাকাছি কাজই করেছি। পাঞ্চিং ব্যাগ বা মাদুরে হিট করেছি। ফিটনেস ট্রেনিং করেছি। বোলিংয়েও ছন্দে ফিরছি।'

২০২৩ ক্রিকেট বিশ্বকাপকেই যে পাখির চোখ করে এগোচ্ছেন শ্রীশান্ত তাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে যায় ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় পেসার এস শ্রীশান্ত। এরপরেই গ্রেফতার হওয়া শ্রীশান্তকে আজীবন নির্বাসনে পাঠায় বিসিসিআই। ২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি মিললেও বিসিসিআই নিষেধাজ্ঞা জারি রাখে। বোর্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৮ সালে কেরাল হাইকোর্টে মামলা করেন শ্রীশান্ত। সেখানে আদালতের নির্দেশে শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ কমিয়ে সাত বছর করে দেয় বিসিসিআই। চলতি বছরেই সেপ্টেম্বরে শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। জীবনের এই দিনগুলিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছেন শ্রীশান্ত।

  • সর্বশেষ
  • পঠিত