ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অ্যান্ডারসনের সুইংয়ে মুগ্ধ টেন্ডুলকার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ২০:৫৪

অ্যান্ডারসনের সুইংয়ে মুগ্ধ টেন্ডুলকার

ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার জেমস অ্যান্ডারসন। ২২ গজে ইন-সুইং, আউট সুইং ও রিভার্স সুইং, তিনটিতেই বেশ পারদর্শী এই ডান-হাতি পেসার। তবে অ্যান্ডারসনের রিভার্স সুইং মুগ্ধ করেছে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।

টেন্ডুলকার জানান, রিভার্স সুইংয়ের সেরা শিল্পীদের তালিকায় উপরের দিকেই থাকবেন অ্যান্ডারসন। এজন্য এর নামও দিয়েছেন টেন্ডুলকার। সেটি হলো, ‘রিভার্স-রিভার্স সুইং’। অর্থাৎ, উল্টো রিভার্স সুইং।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার সাথে ভিডিও কলে আড্ডা দেন টেন্ডুলকার। সেখানে ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন টেন্ডুলকার। সাউদাম্পটনের টেস্ট ম্যাচে পেসারদের মধ্যে এন্ডারসনের দিকে চোখ টেন্ডুলকারের।

অ্যান্ডারসনের প্রশংসা করে টেন্ডুলকার বলেন, ‘নতুন বলে ব্যাকরণ মেনে আউট সুইং করাতো অ্যান্ডারসন। ইনসুইং করানোর সময় সামান্য কব্জির স্থান পরিবর্তন করে বল ভিতরের দিকে আনতো সে। কিন্তু রিভার্স সুইংয়ের ক্ষেত্রে অ্যান্ডারসনই একমাত্র যে, সেটাও উল্টো করাতে পারতো।’

কিভাবে রিভার্স সুইং করেন অ্যান্ডারসন, বল হাতে নিয়ে সেটিও দেখিয়ে দিলেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘আউটসুইং বোলার যখন রিভার্স সুইং করায়, বলের চকচকে দিক থাকে ভিতরে। শাইনের সঙ্গে ভিতরে আসে বল। ইনসুইং বোলারের রিভার্স সুইংয়ের ক্ষেত্রে শাইন থাকে বাইরে। অ্যান্ডারসন চকচকে ও ভারী দিক বাইরে রেখে কব্জি রাখত ইনসুইং ছাড়ার মতো। ব্যাটসম্যান ভাবত, বল ভিতরের দিকে আসবে। ইনসুইংয়ের সিম থাকার জন্য পিচের চার ভাগের তিন ভাগ ভেতরের দিকে আসার পরে দিক পরিবর্তন করে বাইরের দিকে যেত বল। ততক্ষণে ব্যাটসম্যান ইনসুইং খেলার জন্য তৈরি। কিন্তু ব্যাটের সামনে থেকে বাইরে বল বেরিয়ে যেত। এন্ডারসনের বিরুদ্ধে প্রথম এই অভিজ্ঞতা হয় আমার। তাই আমি নাম দিয়েছি, রিভার্স-রিভার্স সুইং।’

অ্যান্ডারসনের কৌশলটি কব্জা করে নেন স্টুয়ার্ট ব্রডও। কিন্তু অ্যান্ডারসনই এই কাজটি বেশি ভালো করেন বলে জানান টেন্ডুলকার, ‘ব্যাটসম্যান হিসেবে পুরনো বলের মোকাবেলা করার সময় বলের চকচকে দিক দেখেই খেলতে হয়। আমি যখন অ্যান্ডারসন-ব্রডকে খেলেছিলাম, তখন উপলব্ধি করেছি, অ্যান্ডারসন এটি বেশি সহজে করে। অ্যান্ডারসন অনেক আগে এই কৌশল রপ্ত করে। তবে পরবর্তীতে ব্রডও এই কৌশল রপ্ত করে ফেলে। কিন্তু এন্ডারসনকে আমি এক্ষেত্রে এগিয়ে রাখবো। রিভার্স সুইং শিল্পের অন্যতম সেরা এন্ডারসনই।’

টেস্টে ১৪বার অ্যান্ডারসনের মুখোমুখি হয়েছিলেন টেন্ডুলকার। এর মধ্যে নয়বারই আউট হয়েছেন তিনি। ২শ টেস্টের ক্যারিয়ারে অ্যান্ডারসনের বলেই সবচেয়ে বেশি আউট হয়েছেন টেন্ডুলকার।

  • সর্বশেষ
  • পঠিত