ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রাশিয়া বিশ্বকাপের ড্র ডিসেম্বরে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:৫৩

রাশিয়া বিশ্বকাপের ড্র ডিসেম্বরে

২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ২১তম আসর বসবে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ায়। এই আসরে অংশ নিবে মোট ৩২টি দল। ইতোমধ্যে টুর্নামেন্টের ৩২ দল নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ টিকেট। রাশিয়ায় অনুষ্টিতব্য এই বিশ্বকাপকে সামনে রেখেই আগামী ১ ডিসেম্বর মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ড্র। এমনটাই জানিয়েছেন রাশিয়া ফুটবল ইউনিয়নের প্রধান মুটকো।

ইতোমধ্যে ড্রয়ের জন্য পট ঠিক করা হয়েছে। ৩২টি দল থেকে মোট চারটি পট করা হয়েছে। যেখানে প্রতি পটে থাকছে আটটি দল।

এই পট করা হয়েছে মূলত বিশ্বকাপের টিকেট পাওয়া দলগুলোর র‍্যাংকিংয়ের ভিত্তিতে। স্বাগতিক হওয়ায় প্রথম পটেই আছে রাশিয়া।

মূল নিয়ম হচ্ছে, পটে থাকা দলগুলো একে অপরের মুখোমুখি হবে না, আবার একই অঞ্চলের দলগুলো মুখোমুখি হবে না।

পট ১: রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড, ফ্রান্স।

পট ২: স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে, ক্রোয়েশিয়া।

পট ৩: ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিশিয়া, মিশর, সেনেগাল, ইরান।

পট ৪: সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব।

  • সর্বশেষ
  • পঠিত