ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

এ বছর হচ্ছে না ডিপিএল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৭:০০

এ বছর হচ্ছে না ডিপিএল

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগে জানিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর স্থগিত থাকা আসর মাঠে গড়ানো সম্ভব। এবার ডিপিএল বিষয়ে নতুন তথ্য দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন, ডিপিএল আয়োজনের কথা মাথায় রেখে এগোচ্ছে বিসিবি। তবে চলতি বছর আর মাঠে গড়াচ্ছে না ডিপিএল।

ডিপিএল বিষয়ে সুজন বলেন, জিনিসটা আসলে জটিল, খুব কঠিন। এখানে মাত্র ৩টা দল বায়ো-বাবলে থেকে খেলছে, পরবর্তীতে আমরা ৫-৬টা দল নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। তারপর প্রিমিয়ার লিগ, আপনি দেখন ওখানে ১২টি দল। যদি প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ ধরি অন্তত ২০ জন। যেখানে প্রায় ২৭০ জনের মত লোকের একসাথে আবাসনের ব্যবস্থা করার মত জায়গা কোথায় আছে এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য।'

টুর্নামেন্ট আয়োজন নিয়ে সুজন বলেন, 'এটুকু বলতে পারি, টুর্নামেন্ট আয়োজনের ব্যপারে বিসিবি পজিটিভ। প্রেসিডেন্ট স্যার (নাজমুল হাসান পাপন) পজিটিভ। আমরা আসলে চেষ্টা করছি, সিসিডিএমের মিটিংটা আগে জরুরী।'

চলতি বছর ডিপিএল হবে কিনা এ বিষয়ে সুমন বলেন, 'এ বছর তো আসলে সম্ভব না আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়ান্টি লিগটা নিয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নভেম্বরে শুরু হলে ডিসেম্বরের মাঝামাঝিতে শেষ হবে। সে হিসেবে জানুয়ারি ছাড়া ডিপিএল আয়োজন সম্ভব বলে মনে হয়না।'

বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই

  • সর্বশেষ
  • পঠিত