ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

৪৭ বছর পর শেফিল্ডের কাছে ম্যানইউর হার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৪  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৪১

৪৭ বছর পর শেফিল্ডের কাছে ম্যানইউর হার

শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার অবসান হল শেফিল্ড ইউনাইটেডের। ৪৭ বছর পর এদিন দলটি ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয়ের দেখা পেয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দেয় তলানির দল শেফিল্ড ইউনাইটেড। ১৯৭৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতল তারা।

খেলার ধারার বিপরীতে ২৩তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। কর্নারে ইংলিশ ডিফেন্ডার কিন ব্রায়ানের লাফিয়ে নেওয়া হেডে বল পোস্টে লেগে জালে জড়ায়। দলটির হয়ে এটিই তার প্রথম গোল।

৬৪তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান অধিনায়ক ম্যাগুইয়ার। ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স তেলেসের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার। ৭৪তম মিনিটে আবার এগিয়ে যায় শেফিল্ড। ডি-বক্সে অলিভার বার্কের শট ইউনাইটেডের ডিফেন্ডার আক্সেল চুয়োজেঁবের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এই ম্যাচ জিতে শীর্ষে ফেরার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া উলে গুনার সুলশারের দল ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত