প্রকাশ : ০৫ মার্চ ২০২১, ১২:৫০
চট্টগ্রামে আইরিশ ক্রিকেটার করোনা পজিটিভ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছিল হাই পারফরম্যান্স ইউনিট এবং আয়ারলায়ন্ড উলভসের ম্যাচ। কিন্তু হুট করেই বন্ধ করে দেয়া হয় চলমান ম্যাচ।
|আরো খবর
শুক্রবার (৫ মার্চ) সকালে টস জিতে বিসিবি ইমার্জিং দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আইরিশরা। ম্যাচ শুরু হয়ে ৩০ ওভারের খেলাও শেষ হয়ে যায়। এরপর জানা যায় আয়ারল্যান্ড দলের পেসার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ হয়েছেন। নিয়মিত করোনা পরীক্ষায় এসেছে তার কোভিড আক্রান্তের খবর।
এমন খবরে সঙ্গে সঙ্গেই তাকে আলাদা করা হয় দল থেকে। এর আগে প্রিটোরিয়াস ৫ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১টা উইকেটও নেন। জানা গেছে, দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করানো হবে আবার। তবে এই ম্যাচ বাতিল করা হয়েছে তৎক্ষণাৎ। ৩০ ওভার শেষে বাংলাদেশ দল সংগ্রহ করেছে ৪ উইকেটে ১২২ রান।
বাংলাদেশ জার্নাল/টিআই