ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরের রাজপথে পাথর ছোড়া মেয়েটি এখন ফুটবল দলের অধিনায়ক

কাশ্মীরের রাজপথে পাথর ছোড়া মেয়েটি এখন ফুটবল দলের অধিনায়ক

আফসান আশিক। ২১ বছরের এই তরুণী একটা সময় স্বাধীনতার দাবিতে কাশ্মীরের রাজপথে নিরাপত্তাবাহীনির ওপর পাথার ছুঁড়েছেন। আজ জম্মু-কাশ্মীরের নারী ফুটবল দলের অধিনায়ক। যে হাত একসময় পাথার ছুড়েছে সেই হাতই এখন প্রতিপক্ষের জোরালো সব কিক রুখে দিচ্ছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর আফসান বলেন, আমার জীবনটা পরিবর্তনের হয়ে গেছে। আমি এমন কিছু করতে চাই যা দিয়ে আমার রাজ্য এবং দেশকে গর্বিত করতে পারি।

খুব দ্রুতই আফসানের জীবনের গল্প আসতে পারে রুপালী পর্দায়। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বলিউডের একজন সনামধ্য চলচ্চিত্র পরিচালক এরইমধ্যে আফসানের জীবনী নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন।

ক্রীড়াক্ষেত্রে রাজ্যসরকারের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে শ্রীনগরের মেয়ে আফসান বলেন, আমরা যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের খেলাধুলার দুর্বল অবকাঠামোর কথা জানালাম তিনি দ্রুত মুখ্যমন্ত্রীর (মেহবুবা মুফতি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাহায্য চেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো আফসানের বদলে যাওয়াকে কাশ্মীরি সমাজে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরছে।

ভিডিও...

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত