ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পুরনো বিতর্কিত টুইটে বিপাকে ইংলিশ পেসার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২১, ১৯:১৯

পুরনো বিতর্কিত টুইটে বিপাকে ইংলিশ পেসার

ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণ টেস্টে বুধবার ২ জুন অভিষেক হয়েছে ইংলিশ পেসার অলিভার রবিনসনের, একজন ক্রিকেটারের স্বপ্ন পুরণের দিনও বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে দুই উইকেট তুলে নিয়ে হয়েছেন দলের সেরা বোলারও।

দলের সেরা বোলার হয়েও রবিনসনকে কথা শুনতে হচ্ছে তার ৮/৯ বছর আগে তার করা কিছু টুইট নিয়ে। বর্ণবাদী ও সেক্সিস্ট সব মন্তব্য করায় সেই টুইট নিয়ে ক্ষমাও চেয়েছেন অলিভার রবিনসন, দিয়ে হয়েছে আনুষ্ঠানিক ভাবে বিবৃতিও।

২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত ববিনসনের বেশকিছু টুইট ছড়িয়ে পড়ে। যেখানে শুরু হয় বিতর্ক। যেগুলোতে তিনি বলেছেন সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল আপত্তিকর সব মন্তব্য।

ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে অলিভার রবিনসন বলেন, এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনটিতে আমি বিব্রত ৮ বছরের পুরনো বর্ণবাদী ও সেক্সিস্ট টুইটের জন্য, যা আজকে প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি বর্ণবাদী ও সেক্সিস্ট নই।

তিনি আরও বলেন, নিজের কাজের জন্য আমি ভীষণ ভাবে অনুতপ্ত ও এমন মন্তব্যের জন্য লজ্জিত। আমার সতীর্থরা ও সামগ্রিক ক্রিকেট খেলাটায় যারা আমার মন্তব্যে ব্যথা পেয়েছেন, বিশেষ করে এমন এক দিনে যেদিন আমরা খেলাটায় বৈষ্যম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ও সচেতনতা তৈরি করছি, তাদের সবার কাছে আমি অকপটে ক্ষমা চেয়ে নিচ্ছি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত