ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১১

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত

২০১০ সালে ভারত ও শ্রীলংকাকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিলো বাংলাদেশ। এবার আট বছর পর কোন ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারীতে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৫ জানুয়ারি থেকে সূচি অনুযায়ী ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে। ১১ ও ১২ জানুয়ারি অনুশীলনের পর ১৩ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৩ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলংকা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ১৭ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

প্রথম পর্ব শেষে ২১ জানুয়ারি ফিরতি পর্বে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলংকা। ২৩ জানুয়ারি ফিরতি পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও আসরে চতুর্থ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ত্রিদেশীয় সিরিজ শেষে ৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট খেলতে ফের দুদল আসবে ঢাকায়।

টেস্ট সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ফেব্রুয়ারি মিরপুরেই প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর আগে সিলেটে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ গড়ানোর কথা শোনা গেলেও সেখানে হবে কেবল একটাই টি-টোয়েন্টি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • পঠিত