ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইনজুরিতে মোস্তাফিজ, রিপোর্টের অপেক্ষায় বিসিবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৫:৪৯

ইনজুরিতে মোস্তাফিজ, রিপোর্টের অপেক্ষায় বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বুধবার (১৪ জুলাই) একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলো বাংলাদেশ। সেই ম্যাচে ৫ বল করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ বল করার পর আর বোলিংয়ে দেখা যায়নি কাটার মাস্টারকে। কারণ ডান পায়ের এঙ্কেল ইনজুরি নিয়ে মাঠ থেকে ফিরিয়ে নেয়া হয় মোস্তাফিজকে। এরপর তাকে আইস থেরাপি দেয়া হয়। এখন ডান পায়ের এক্সরে রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে জানিয়েছে রিপোর্ট পাওয়া গেলে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে খেলানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে শুক্রবার ১৬ (জুলাই)। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। অন্যদিকে তিনটি টি-টোয়েন্টি একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে মুশফিকুর রহিম।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত