ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

শোককে শক্তিতে পরিণত করতে বললেন সাকিব

  স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০৫

শোককে শক্তিতে পরিণত করতে বললেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ফটো

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিলো। প্রত্যেক বছরই এই দিনটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দেশজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবকে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাকিব তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত