ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ডাকোটার ইয়াঙ্কটনে রোমান-দিয়ারা

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

ডাকোটার ইয়াঙ্কটনে রোমান-দিয়ারা
বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপ।

ঢাকা থেকে ৩৪ ঘণ্টা জার্নির পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার ইয়াঙ্কটনে পৌঁছেনে রোমান সানা ও দিয়া মির্জারা। বিশ্ব আরচারির চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার ভোররাত চারটায় বাংলাদেশ ত্যাগ করেন রোমান সানারা।

শুক্রবার তারা ইয়াঙ্কটনে পৌঁছান। আরচারির বহরটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রথমে দোহা পৌঁছেন। সেখানে ট্রানজিট শেষে শিকাগো বিরতি দিয়ে ৩২ ঘণ্টা পর আরেক বিমানে দক্ষিণ ডাকোটায় যান রোমানরা।

ডাকোটা থেকে দুই ঘণ্টায় সড়কপথে ইয়াঙ্কটনে পৌঁছান রোমানরা। ৩৪ ঘণ্টার ভ্রমণক্লান্তি কাটিয়ে আরচাররা আজ থেকে অনুশীলনে নামবেন। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপ।

আরচারিতে বছরে তিনটি বিশ্বকাপ হয়। দুই বছর পর পর হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মর্যাদার দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের চেয়ে এগিয়ে।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত