ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভারোত্তোলনে জিয়ারুল-রাফার নতুন রেকর্ড

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ২১:৫৭  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২১, ২২:০১

ভারোত্তোলনে জিয়ারুল-রাফার নতুন রেকর্ড

ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী সেনাবাহিনীর হামিদুল ইসলাম এখন আর খেলেন না। তবে নেপাল এসএ গেমসে স্বর্ণজয়ী সেনাবাহিনীর জিয়ারুল ইসলামের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। জাতীয় ভারোত্তোলনে ওয়েট দিতে এসে বলেন, ‘মানুষতো একবারই মরে। বেশি ওয়েট দেন, জিয়ারুল পারবে। এমন রেকর্ড গড়বে, যাতে অন্য কেউ সহজে তা ভাঙ্গতে না পারে।’

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত জাতীয় ভারোত্তোলনে নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন তিনি। ভেঙ্গে দিলেন এসএ গেমসে নিজের সোনাজয়ের রেকর্ডটি।

নেপালে পুরুষদের ৯৬ কেজিতে স্ন্যাচে ১২০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজিসহ ২৬২ কেজি তুলে স্বর্ণপদক জিতেছিলেন জিয়ারুল ইসলাম। আর জাতীয় প্রতিযোগিতায় ১০৯ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ১৩২ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৬০ কেজিসহ ২৯২ কেজি তুলে তিনটি রেকর্ড গড়েন।

খেলা শেষে উচ্ছ্বসিত জিয়ারুল বলেন, ‘গেমসে যতটুকু ভার তুললে সোনা জেতা যায়, ততটুকুই তুলেছিলাম। আমি আরও বেশি তুলতে পারি। সামনের এসএ গেমসেও স্বর্ণজেতা আমার লক্ষ্য।’

ভারোত্তোলন খেলতে এসে মাত্র দুই বছরেই নারীদের উর্ধ্ব-৮৭ কেজি ওজন শ্রেণীতে তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন আনসারের ভারোত্তোক সোয়াইবা রহমান রাফা। স্ন্যাচে ৬০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৭৪ কেজিসহ ১৩৬ কেজি তুলে স্বর্ণ জেতেন তিনি। ভেঙ্গে দেন নেপাল এসএ গেমসে নেপালের আসমিতা রায় (১২৫ কেজি তুলে রুপা) এবং বাংলাদেশের ফিরোজা খাতুনের (১১৫ কেজি তুলে ব্রোঞ্জপদক) রেকর্ড।

ময়মনসিংহের অজপাড়া গাঁ থেকে উঠে আসা রাফা বলেন, ‘এক বছর আগে আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির স্যারের মাধ্যমে আমি আনসারে যোগ দেই। আমার লক্ষ্য এসএ গেমসে স্বর্ণ জেতা। আনসারে চাকরি স্থায়ী হওয়াটাও খুব প্রয়োজন।’

রাফার বিষয়ে রায়হান ফকির বলেন, ‘রাফাকে তৃনমূল পর্যায়ে থেকে উঠিয়ে এনেছি। নিজের প্রতিভার স্বাক্ষর সে রেখেছে। বাকিটা আনসারের কর্তৃপক্ষ দেখবেন।’

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত