ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

দায়িত্ব পালনে প্রস্তুত আমি: মোহাম্মদ শামি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২২  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

দায়িত্ব পালনে প্রস্তুত আমি: মোহাম্মদ শামি
ছবি- সংগৃহীত

টেস্টের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলি তার নাম সরিয়ে নেয়ার পর গুঞ্জন দেখা দিয়েছে, কে হচ্ছেন ভারতের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক? সেটি নিয়ে পুরো ভারতজুড়েই চলছে আলোচনা, তবে এ ব্যাপারে এখনো নিরব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে এ গুঞ্জনের মধ্যেই নতুন বার্তা দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। জানালেন, দায়িত্ব পালনে প্রস্তুত তিনি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে ভিন্ন কথা। তারা বলছে, দলটির টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা আর সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে এ নিয়ে আমি এখনো ভাবছি না। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। ভারতীয় দলের অধিনায়ক হতে কে না চায়! তবে আমি দলে যে কোনো ভূমিকা নিয়ে হলেও অবদান রাখতে চাই।’

তিনি আরো জানান, ‘আমি সব ফরম্যাটেই দলে ডাক পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। যদি ডাক আসে, তাহলে নিজের সেরাটাই ঢেলে দিতে চেষ্টা করব।’

তবে শামির সে কথা শোনেননি ভারতীয় নির্বাচকমণ্ডলী। তাকে ছাড়াই ঘোষিত হয়েছে উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভারতের হয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এ সিরিজে তার চেয়ে বেশি উইকেট পাননি কোনো ভারতীয়।

বাংলাদেশ জার্নাল/সেফু/এমজে

  • সর্বশেষ
  • পঠিত