টি স্পোর্টস দেখাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২২, ২১:১২ আপডেট : ২১ জুন ২০২২, ২১:১৭
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্টসহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।
|আরো খবর
সম্প্রচার জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট দেশের কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ জার্নাল/রাজু