ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হলে কী হবে?

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১৯:১৯

বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হলে কী হবে?
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল ম্যাচটি আগামী রোববার অনুষ্ঠিত হবে। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। দল দুটি দ্বিতীয়বারের মতো শিরোপা দখলের মঞ্চে লড়বেন।

ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৯৫ ভাগ। ৮ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত হতে পারে। সে ক্ষেত্রে সোমবার রিজার্ভ ডেতে ম্যাচটি মাঠে গড়াবে।

তবে যদি সোমবারও বৃষ্টির কারণে খেলা মাঠে না গাড়ায় তখন যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে পাকিস্তান-ইংল্যান্ডকে। সে ক্ষেত্রে উভয় দল শিরোপা ভাগাভাগি করে নেবে।

ধারণা করা হচ্ছে, ফাইনাল দেখতে মেলবোর্নে ৯০ হাজার দর্শক মাঠে থাকবেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত