ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮

আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার
ফাইল ছবি

এক ঝাঁক নারী ক্রিকেটারদের এবারের মহিলা আইপিএল খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্চে মাঠে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো নারী আইপিএলের আসর। ৬ দলের টুর্নামেন্টটি যাত্রার আগে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে ৯২১ কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। এদিকে আইপিএলের প্রথম আসরে নিলামের জন্য নাম নিবন্ধন করেছে বাংলাদেশের ৮ ক্রিকেটার।

বিসিবি থেকে ক্রিকেটারদের নামের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে।

নিলামের জন্য নাম পাঠানো ৮ ক্রিকেটার হলেন- সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতু মনি ও স্বর্ণা আকতার।

নারীদের আইপিএলের প্রথম মৌসুমে ৬টি দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে পাঁচ বছরের জন্য ৯২১ কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। প্রতি মৌসুমে ২২ ম্যাচ ধরে পাঁচ বছরের জন্য এই স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচ প্রতি আয় যেখানে ৭ কোটি রুপির বেশি।

তবে প্রথম আসরে অংশগ্রহণকারী ৬টি দলের মালিকানা কারা পাচ্ছে তা জানা যাবে ২৫ জানুয়ারি নিলামের পর। ক্রিকেটারদের নিলামের তারিখ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত