ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সাকিব না থাকায় রোডসের আক্ষেপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫১  
আপডেট :
 ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

সাকিব না থাকায় রোডসের আক্ষেপ

হঠাৎ ইনজুরিতে নিউজিল্যান্ড সফর শেষ সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই সিরিজ খেলতে হবে মাশরাফি বিন মর্তুজাদের। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচের আগে সাকিবকে হারানোর আক্ষেপ শোনা গেল বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসের কণ্ঠে। রোডস বলেছেন, ‘আমাদের জন্য এটি বড় ধাক্কা। আমাদের পাশে বেশি ‘সাকিব’ নেই। নিউজিল্যান্ড জানে, আমরা আমাদের সেরা স্পিনার সাকিবকে হারিয়েছি। সুতরাং, তারা আমাদের জন্য স্পিন উইকেটও তৈরি করতে পারে।’

স্পিন বাংলাদেশের সবথেকে বড় অস্ত্র। আবার স্পিনে বাংলাদেশের দূর্বলতাও কম নয়। রোডসের মতে কন্ডিশন অনুযায়ী নিউজিল্যান্ড স্পিন বান্ধব উইকেটও বানাতে পারে। তবে নেপিয়ারে স্পিন বান্ধব উইকেটের প্রত্যাশা করছেন না কোচ। সাকিব না থাকার সুবিধা কাজে লাগাতে পারে নিউজিল্যান্ড, এমন ধারণাও করছেন রোডস।

কিন্তু এই সিরিজে মোস্তাফিজ বড় একটা ফ্যাক্টর হবেন বলে মনে করছেন রোডস, ‘আমার মনে হয়, সাদা বলের ক্রিকেটে আপনি তাকে দলে চাইবেনই। ওয়ানডেতে সেরা পাঁচজনের মধ্যে একজন সে। ইনিংসের শেষদিকে যখন চাপ থাকে, তখনকার জন্যও সে খুব ভালো পারফরমার। যে কোনো দলের বিপক্ষে খেলার আগে এই বিষয়টা বড় একটা ফ্যাক্টর।’

  • সর্বশেষ
  • পঠিত