ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৫

সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা

কাম্মীরে জঙ্গি হামলায় ৪৪ সেনা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ না জানানোয় সমালোচিত হয়েছেন সানিয়া মির্জা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন এ টেনিস তারকা। এক টুইট বার্তার তাদের উদ্দেশ্যে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন। দেশের জন্যই ঘাম ঝরান। অযথা ঘৃণা না ছড়িয়ে শান্তির জন্য প্রার্থনা করতে বলেছেন।

অনেক সময়ই স্বামীর জন্য নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রল করা হয়। পুলওয়ামায় জঙ্গিহানায় সেনা জওয়ানদের নিহত হওয়ার পরও যার ব্যতিক্রম হয়নি। সানিয়া মির্জা এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন টুইটারে। একহাত নিয়েছেন তার সমালোচকদেরও। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে 'কালোদিবস' হিসেবে পালন করুক ভারত। তার সাফ বক্তব্য, 'আমি সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে রয়েছি। ওই সব পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। তারাই প্রকৃত হিরো, যারা আমাদের দেশকে রক্ষা করেন। ১৪ ফেব্রুয়ারি ভারতে কালো দিবস। আমি আশা করব, আর কখনও এমন দিন যেন দেখতে না হয়। কোনও শ্রদ্ধার্ঘ্যই এই পরিস্থিতির জন্য যথেষ্ট নয়।'

পুলওয়ামার ঘটনার পরও তাকে ট্রল করা শুরু হয়। তারই জবাব দিলেন সানিয়া। টুইটারে দীর্ঘ বার্তায় তিনি লিখেছেন, 'এই পোস্ট তাদের জন্য যারা মনে করেন, 'সেলিব্রিটি' হওয়ার জন্য আমাদের কোনও হামলাকে 'নিন্দা' করতে হবে, টুইটার এবং ইন্সটাগ্রাম হল সোশ্যাল মিডিয়ার সেই মাধ্যম, যাতে প্রমাণ করতে হবে, আমরা কত বড় দেশপ্রেমিক। কিন্তু কেন? কারণ, আমরা সেলিব্রিটি এবং তোমাদের মধ্যে কেউ কেউ এতটাই হতাশ যে, আমাদের উপর আক্রমণ করে তোমাদের হতাশা মেটাতে চাও। এবং আরও ঘৃণা ছড়াতে চাও, তাই তো?'

এর পর লিখেছেন, 'জনসমক্ষে কোনও আক্রমণকে নিন্দা করার দরকার নেই আমার। নিজের বাড়ি ছাদে দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়ায় আত্মঘোষণা করে এই হামলার নিন্দা করে দেশপ্রেমিক হতে চাই না। সত্যিই আমরা যে কোনও জঙ্গি কার্যকলাপের বিপক্ষে। এবং, যারা এটা ছড়ায়, আমরা তাদেরও বিরোধী। যদি এর বিরোধিতা না করা হয়, তা হলে সেটাই সমস্যার।'

সানিয়ার পরবর্তী বক্তব্য, 'আমি আমার দেশের জন্য খেলি, ঘাম ঝরাই, এ ভাবেই আমি দেশকে সেবা করি। আমি সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। তারাই প্রকৃত হিরো। এই দিনটা ভোলা যাবে না। ভোলা উচিত নয়। তবে, এর পরও আমি আরও হিংসা না ছড়িয়ে শান্তির কথা বলব। ট্রল করে কোনও কিছু অর্জন করা যায় না। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।'

এর পর তার সমালোচকদের আরও এক হাত নিয়ে সানিয়া যোগ করেছেন, 'বসে বসে কোনও সেলিব্রিটি কোন ঘটনার প্রেক্ষিতে ক'টা পোস্ট করল, তার হিসেব না করে নিজের মতো করে দেশের সেবা করুন। আপনি আপনার কাজ করুন। আমরা আমাদের কাজ করছি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা না করে। শান্তির জন্য প্রার্থনা করছি।'

  • সর্বশেষ
  • পঠিত