ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ড্রতেই শেষ লর্ডস টেস্ট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১২:৪১

ড্রতেই শেষ লর্ডস টেস্ট

হাড্ডাহাড্ডি লড়াই। শেষ দিনে লর্ডসে হাইভোল্টেজ ড্রামা। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করল অস্ট্রেলিয়া। এজবাস্টনে প্রথম ম্যাচ জেতার সুবাদে, পাঁচ ম্যাচের সিরিজে দুই লড়াই শেষে ১-০ এগিয়ে রইল অজিরা।

ম্যাচের পঞ্চম দিন বেন স্টোকসের সেঞ্চুরির সুবাদে ২৫৮/৫ তুলে ইনিংস ছাড়ে ইংল্যান্ড। ১৬৫ বল খেলে ১১৫ রানে নটআউট থাকেন স্টোকস। ইনিংসে সাজানো ১১টি চার ও ৩ টি ছয় দিয়ে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে জোস বাটলার ৩১ ও জনি বেয়ারস্টো ৩০ রান করেন। শেষ পর্যন্ত দিনের শেষবেলার ২৬৭ রান তুলতে হত অজিদের।

এখানেই টুইস্ট। আর্চারের বিধ্বংসী বোলিংয়ে সামনে অজিদের টপ অর্ডার নড়ে যায়। ডেভিড ওয়ার্নার মাত্র ৫ রান করে বার্নসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনে খোয়াজা মাত্র ৩ রান যোগ করে আর্চারের শিকার হয়ে বেয়ারস্টোর হাতে বন্দি হন। তবে গুরুতর চোটের কারণে ম্যাচ খেলতে না পারা স্টিভ স্মিথের পরিবর্তে ম্যাচে নেমে অর্ধশতরান করে ইনিংসের হাল ধরে লাবুসচেগনে। ৫৯ রান করে আউট হন এই ডানহাতি।

অন্যদের মধ্যে ট্রাভিস হেড ৪২ রানে অপরাজিত থাকেন। পঞ্চম দিনের শেষে অস্ট্রেলিয়াকে চেপে ধরে ১৫৪ রানে ৬ উইকেট ফেলে দিয়ে ম্যাচ জয়ের প্রত্যাশা তৈরি করেছিল। যদিও শেষ চার উইকেট বাঁচিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ড্র করে। প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুলে নিয়েছেন জোফরা আর্চার। দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস।

প্রসঙ্গত ১৬টি টেস্টের পর ম্যাচ ড্র করল ইংল্যান্ড। এর আগে ২০১৮ সালে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করার পর ১৬ টেস্ট শেষে ম্যাচ ড্র করল ব্রিটিশরা।

  • সর্বশেষ
  • পঠিত