ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘স্মিথ ভারতীয় হলে এত সমালোচনা হত না’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০

‘স্মিথ ভারতীয় হলে এত সমালোচনা হত না’

চিরাচরিত প্রথার বাইরে অন্য কোনও টেকনিক গ্রহণ করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনীহা রয়েছে বলে দাবি করলেন স্টিভ স্মিথের ছোটবেলার কোচ ট্রেন্ট উডহিল।

তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘স্টিভেন যদি ভারতীয় হত, ওর ব্যাটিংয়ের টেকনিক সহজেই সবাই গ্রহণ করত। আমরা দেখেছি বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেবাগ সবারই অন্যরকম টেকনিক। ভারতীয়রা শুধু রান করার কথাই ভাবে। কীভাবে রান করা হচ্ছে, সেটা নিয়ে ভারতীয়রা মাথা ঘামায় না। কিন্তু অস্ট্রেলিয়ায় শুধু রান করাই নয়, কীভাবে রান করা হচ্ছে সেটাও দেখা হয়।’

উডহিল আরও বলেছেন, ‘যারা অন্যরকম টেকনিক মেনে নিতে পারে না, তাদের থেকে তরুণ ক্রিকেটারদের রক্ষা করা দরকার। অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম একজন তরুণ ক্রিকেটারের পক্ষে নির্মম জায়গা হতে পারে। অস্ট্রেলিয়ায় আমরা অন্যরকম কিছু মেনে নিতে পারি না। প্রথার বাইরে গিয়ে ব্যাটিং করে যদি স্টিভেন স্মিথ শতরান করে, তার চেয়ে চিরাচরিত টেকনিক মেনে ব্যাটিং করে শন মার্শের ৩০ রান বেশি কদর পাবে। অথচ অন্য দেশে এরকম হয় না। রশিদ খান অফস্পিনারদের মতো বল ধরলেও, লেগস্পিন বোলিং করে। অনিল কুম্বলে নানারকমভাবে বোলিং করত। কিন্তু অস্ট্রেলিয়ায় একই ধারা চলে আসছে।’

  • সর্বশেষ
  • পঠিত