ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হতাশ পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১২:৫০  
আপডেট :
 ১১ নভেম্বর ২০১৯, ১৩:১১

হতাশ পাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও শেষ দুটি ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। ২-১ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জনালেন, আশা পূরণ হয়নি, কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি।

গতকাল রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে হারের পর পাপন বলেন, ‘ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কারণ ১২ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। আমার সবসময় মনে হয়েছে, আমরা জিতব। মুশফিকের আউটের পর আমরা বুঝতে পারলাম, তখন জোড়ায় জোড়ায় উইকেট পড়েছে। পরপর দুই বলে দুই উইকেট, এ রকম কখনো হয় না সাধারণত। সেদিক দিয়ে যদি চিন্তা করেন হেরে গেছে। এটাই ক্রিকেট, কিছু বলার নাই। খারাপ খেলেছে বলা যাবে না, তবে আমাদের আশা যে রকম ছিল সে রকম হয়নি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে লিটন – সৌম্যের ব্যাটিং হতাশা জনক ছিল।’

আগামী ১৪ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট খেলতে রিয়াদ-মুশফিকরা ইন্দোরে পৌঁছাবেন আজ সোমবার দুপুরে।

  • সর্বশেষ
  • পঠিত