ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ওমান ম্যাচেও একই একাদশে আস্থা বাংলাদেশের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৪৭

ওমান ম্যাচেও একই একাদশে আস্থা বাংলাদেশের
ফাইল ছবি

ওমানের বিপক্ষেও ভারত ও কাতারের ম্যাচের একাদশটাই মাঠে নামিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। টুটুল হোসেন বাদশা ইনজুরি থেকে ফিরলে রক্ষণে তাই আছেন রিয়াদুল হাসান রাফি। ইয়াসিন খানের সঙ্গে জুটি গড়বেন তিনিই। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই।

এর আগে বাছাই পর্বে বাংলাদেশ ম্যাচ খেলেছে তিনটি। আফগানিস্তান ও কাতারের কাছে হারলেও ভারতের বিপক্ষে কলকাতায় ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-তে সবার নিচে অবস্থান ডের দলের। আর ওমান বাছাই পর্বের তিন ম্যাচে দুই জয় নিয়ে আছে দুই নম্বরে। ফিফা র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ওমান এগিয়ে পুরো এক শ ধাপ।

বাংলাদেশ একাদশ

আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন।

ওমান একাদশ

আলি আল হাবসি, মোহাম্মদ আল মুসালামি, আমরান সাইদ, মহসিন খালদি, আহমেদ মুব্রারাক, আল মান্ধার, মুহসেন সালেহ, আলি সুলাইমান, আল আঘবারি, আব্দুল আজিজ ঘেলাইনি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত