ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দীর্ঘদন পর বল হাতে অনুশীলনে মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৬:২৮  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০১৯, ১৬:৩৩

দীর্ঘদন পর বল হাতে অনুশীলনে মাশরাফি

বিশ্বকাপের পর খেলার মাঠে আর দেখা যায়নি বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সামনে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু করছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুধু জিম সেশন করলেও আজ বল হাতে অনুশীলন করেছেন এই পেসার। ঢাকা প্লাটুনের হয়ে এবারের বিপিএল মাতাবে ম্যাশ।

এতদিন পরে বল হাতে নিয়ে কেমন করতে পারছেন ম্যাশ, তা জানালেন ঢাকার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন, ‘পুরো আসর খেলবে বলেই তাকে নেয়া হয়েছে। আমি মনে করি, সে ভালোভাবেই খেলবে। অনেকদিন পরে আজকে প্রথম বল করেছে, ছন্দে একটু সমস্যা ছিলো। তবে এটা কয়েকদিন অনুশীলনেই ঠিক হয়ে যাবে। তার থেকে সবচেয়ে বড় পাওয়াটা হলো অভিজ্ঞতা। সে গত কয়েকদিন ধরেই নিজ উদ্যোগে অনুশীলন করছে, ওজন কমিয়েছে, ফিট থাকার চেষ্টা করছে।’

মাশরাফির পিঠে ব্যথা ছিলো, সে চোটে তিনি এখনো ভুগছেন কিনা সেই প্রসঙ্গে সালাউদ্দিন জানালেন, ‘যতক্ষণ বোলিং করছিলো, ওর কোনো সমস্যা হতে দেখিনি। আমার মনে হয়েছে, ফিট আছে।’

লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা তামিম ও মাশরাফি- দুই এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারকে দলে টেনেছে ঢাকা প্লাটুন। বিরতিতে থাকলেও তাদের ফর্মে ফিরতে সময় লাগবে না বলে আশাবাদী কোচ সালাহউদ্দিন।

তার ভাষায়, ‘তামিম-মাশরাফিদের মতো ক্রিকেটারদের বিরতি থাকলেও ছন্দে ফিরতে তাদের বেশি সময় লাগার কথা না। দশ-পনের বছর যখন একজন ক্রিকেট খেলে তারা দ্রুতই মানিয়ে নিতে শিখে। ওদের ফর্ম নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

  • সর্বশেষ
  • পঠিত