ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

নেপালের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

নেপালের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ
ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ফুটবল ফেডারেশনের তরফে দারুণ ঘোষণা—নেপালকে হারাতে পারলেই ৪০ হাজার ডলার বোনাস পাবে বাংলাদেশ দল। কিন্তু এমন প্রণোদনা কোনো কাজেই এলো না। নেপালের কাছে ১-০ গোলে হেরে এসএ গেমস ফুটবলের সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের।

ম্যাচের ১১ মিনিটের সময় গোল পায় নেপাল। বাকি পুরোটা সময় জুড়ে বেশ কয়েকবার সুযোগ পেলেও নেপালের ডিফেন্স ভাঙতে পারেনি ক্লান্ত বাংলাদেশ।

স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ এই গেমসে বেশ শক্তিশালী দলই পাঠিয়ে ছিলো। এই দলে ১৬ জন ছিলেন বাংলাদেশের জাতীয় দলে খেলা ফুটবলার। অভিজ্ঞতা কোনো অংশে কম ছিলো না। কিন্তু যা কম ছিলো তার নাম স্ট্যামিনা। টানা ম্যাচ খেলে ক্লান্ত ফুটবল দল কোনো ম্যাচেই নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারেনি।

গেমসের শুরুটা হয়ে ছিলো বাংলাদেশের হার দিয়ে। ভুটানের কাছে হারে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে ন্যূনতম ব্যবধানে। আর এবার নেপালের কাছে ম্যাচে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ।

৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশের হাতে উঠেছে ব্রোঞ্জ। লিগ পর্বে সবার ওপরে থাকা স্বাগতিক নেপালের সংগ্রহ ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভুটান। আগামী মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত