ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রোদ বৃষ্টিতে শিশুর যত্ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৬:১৯  
আপডেট :
 ১৬ আগস্ট ২০১৮, ১৭:২৬

রোদ বৃষ্টিতে শিশুর যত্ন

এখন দিনের বেলায় তীব্র গরম আর রাতে হচ্ছে বৃষ্টি। যা শিশুদের জন্য একেবারেই ভাল না। তাই আপনার শিশুকে সুস্থু রাখতে কিছু উপায় মেনে চলতে হবে। বিশেষ করে এই সময়ে পেটের সমস্যা, ভাইরাল জ্বর, মশাবাহিত রোগ, টাইফয়েড অনেক বেশি হয়। আশঙ্কা থাকে শিশুর নরম ত্বকে নানা রকম চুলকানি হওয়ারও।

আপনার সন্তানকে ভারী পোশাক পরাবেন না। নরম সুতির কাপড়ই শিশুর জন্য ভাল।

শিশুর খাবারের দিকে নজর দিন। ছয় মাস পর্যন্ত শিশুদের জন্য মায়ের দুধই দিন। অন্তত দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে।

চামড়ার ইনফেকশন আছে এমন ব্যক্তির থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে এবং শিশুর নখ পরিষ্কার রাখুন।

প্রতিদিন মাইল্ড সাবান দিয়ে গোসল ও হ্যাণ্ডওয়াশ ব্যবহার করলে শিশুকে ব্যাকটেরিয়া কম আক্রমণ করবে।

মশার হাত থেকে শিশুকে রক্ষা করুন। বাড়ির আশেপাশে পানি জমতে দেয়া যাবে না। শিশুকে ঘুমের সময় মশারির ভেতর রাখুন।

প্রসঙ্গত, চোখের লাল ভাব, গায়ে র‍্যাশ, পেট খারাপ হওয়া শিশুর সংক্রমণের অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলো বুঝলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত