ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

৯৯৯ নাম্বারে ফোন, আটক হলো ১১ ডাকাত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:২৭  
আপডেট :
 ১৬ এপ্রিল ২০১৮, ১৯:৩০

৯৯৯ নাম্বারে ফোন, আটক হলো ১১ ডাকাত

ডাকাতির সময় জরুরি সেবাদানকারী ৯৯৯ নাম্বারে এলাকাবাসীর ফোনে ১১ ডাকাতকে মালামাল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির সময় তাদের আটক করা হয়।

এসময় ডাকাতদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি সোনার চেইন, দুটি মোবাইল সেট, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রু-ড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আকটকৃতরা হলো, সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া (৩০), সদর উপজেলার কাপনা গ্রামের বাচ্চু মিয়া (৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া (৩৫), সিলেটের মানসি নগর গ্রামের আমিন মিয়া (২৮), হেংলাকান্দি গ্রামের মিজনুর রহমান (৪৫), নোয়াগাও গ্রামের আশরাফ আলী (৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া (২৫), দেবিপুর গ্রামের রাসেল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ বাজারের এনাম মিয়া (৪০), জসিম উদ্দিন (৩০) ও সাদিকুর রহমান (২০)।

গ্রামবাসী জানায়, সোমবার ভোর রাতে ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে হানা দেয় ডাকাত দল। এসময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে পুলিশের জরুরি সেবাদানকারী ৯৯৯ নাম্বারে কল করেন। পরে এলাকাসবাসীর সহযোগিতায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে। বিশ্বম্ভরপুর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সোমবার ভোরে জরুরি সেবার মেসেজ পেয়ে অভিযানে নেমে এলাকাবাসীর সহযোগিতায় ডলুরা গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত