ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

বাস-ট্রাকের সংঘর্ষে দগ্ধ হয়ে দুই চালকের মৃত্যু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ০৯:৩৫  
আপডেট :
 ৩১ আগস্ট ২০১৮, ০৯:৩৭

বাস-ট্রাকের সংঘর্ষে দগ্ধ হয়ে দুই চালকের মৃত্যু
সংঘর্ষের পর বাস ও ট্রাকটিতে আগুন লেগে যায়। ছবি- বাংলাদেশ জার্নাল

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেছে। এতে দুই গাড়ির চালকই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মিলন (৪০)। বাড়ি যশোরের নওপাড়ায়।

কাহারোল থানার এসআই এরশাদ আলী বাংলাদেশ জার্নালকে জানান, ‘কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী কোচ পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় বাস ও ট্রাকের চালক’।

খবর পেয়ে রাত ১০ টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত