ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

শত্রুতা যখন কলাগাছের সঙ্গে

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৪  
আপডেট :
 ০৯ অক্টোবর ২০১৮, ১৫:৩২

শত্রুতা যখন কলাগাছের সঙ্গে

ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছ গুলো অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করেছে। এ সময় ৩টি ছাগল ধরে খোয়াড়ে দিই। এর প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে। সাহেব আলী জানান, এ বিষয়ে গ্রামের মাত্তবরদের কাছে ও থানায় অভিযোগ দেওয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কলা গাছ কাটা বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় এখনো দেয়নি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত