ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইবির এ ইউনিটের ফল প্রকাশ

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:০৩

ইবির এ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার ৩১.৪৬ শতাংশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন এ ইউনিটের সমন্ময়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, এ ইউনিট সমন্ময়কারী সদস্য অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. মো. মায়নুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ।

সংশ্লিস্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ৩টি বিভাগে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৫৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। সে হিসেব অনুযায়ী এ ইউনিটের পাশের হার ৩১.৪৬ শতাংশ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটস www.iu.ac.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ জাার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত