ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মমতার সরকারের বিরুদ্ধে মামলা করলেন মুকুল রায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ০১:৫০

মমতার সরকারের বিরুদ্ধে মামলা করলেন মুকুল রায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ফোনে আঁড়িপাতার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার এ মামলাটি করেন তিনি। আগামী ২০ নভেম্বর ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

তৃণমূলের সাবেক নেতা মুকুল রায় সম্প্রতি বিজেপিতে যোগ দেয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সোচ্চার হয়েছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ অন্য তৃণমূল নেতারা ওই অভিযোগ নাকচ করেছেন। মুকুল রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে নোটিশ পাঠিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী।

কিন্তু এবার ফোনে আঁড়িপাতার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন মুকুল রায়। তার অভিযোগ, কলকাতা ও দিল্লিতে থাকার সময় তার গতিবিধির ওপর নজরদারি চালানো হয়েছে। আজ মুকুল রায়ের পক্ষে আইনজীবী কুমার দুসওয়ান্ত সিং আদালতে ওই আবেদন জানান।

পশ্চিমবঙ্গে শাসক দলের সঙ্গে যুক্ত অন্য কয়েকজন ব্যক্তিও এ ধরণের আশঙ্কা করেছেন এমন দাবি করে আদালতে আবেদন করা হয়েছে।

মুকুল রায় সম্প্রতি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তার সব ফোনে আঁড়িপাতা আছে। সেজন্য কোনো ফোনেই তিনি কথা বলতে পারছেন না।

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত