ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

চীনে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৫:১০

চীনে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু

চীনের একটি নদীতে নৌকা বাইচের অনুশীলন করার সময় দুটি 'ড্রাগন বোট' উল্টে ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

শনিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি ঝুয়াং অঞ্চলের গুইলিন শহরের নিকটবর্তী একটি নদীতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লম্বা এবং সরু আকৃতির একটি নৌকা নদীর একটি প্রসারিত অংশে আসার পর হঠাৎ করেই সেটি উল্টে যায়।

দু্র্ঘটনার সময় নদীর ওই অংশে প্রবল স্রোত ছিল বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে লোক ভর্তি আরেকটি ড্রাগন নৌকা ঘটনাস্থলে আসার পর সেটিও উল্টে যায়।

চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দুই নৌকার ৫৭ জন আরোহী পানিতে পড়ে যায় এবং তাদের উদ্ধারে ২০০ জন উদ্ধারকর্মী পাঠানো হয়। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল বলে জানা গেছে।

শেষ পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সিসিটিভির খবরে বলা হয়েছে, যেখানে নদীর দুটি ধারা মিলিত হয়ে প্রবল স্রোত তৈরি করেছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। যারা পানিতে পড়ে গেছেন তাদের অধিকাংশেরই লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছে শিনহুয়া।

দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, এশিয়ার বিভিন্ন এলাকায় ড্রাগন নৌকার প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। ড্রাগন নৌকার উৎসবের দিনটি ঐতিহ্যগতভাবেই চীনের একটি ছুটির দিন। চলতি বছরের ১৮ জুন উৎসবটি হওয়ার কথা রয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত