ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

ক্ষমতায় এসেই মন্ত্রীদের বেতন কমালেন মাহাথির

ক্ষমতায় এসেই মন্ত্রীদের বেতন কমালেন মাহাথির

ক্ষমতায় এসেই সরকারি খরচ কমানো এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলেন এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পারদানা পুত্রাতে মাহাথির সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’

রাজনৈতিক জীবনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিভার সদস্যদের নিয়ে বুধবার (২৩ মে) প্রথম সাপ্তাহিক বৈঠক করেন মাহাথির। এরপর সংবাদ সম্মেলন করেন ৯২ বছর বয়সী প্রধানমন্ত্রী।

এতে ড. মাহাথির বলেন, দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। দেখছি শীর্ষ যে, পর্যায়ের আমলাদের তুলনায় মন্ত্রীদের বেতন কম। তবু আমরা মন্ত্রীদের বেতন আরও কমাবো।

তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও এই কাজ করেছিলাম।’

মাহাথির জানিয়েছেন, সরকারের বড় প্রকল্পগুলো আবারও পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাঁটছাঁটের সম্ভাবনা রয়েছে। এছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরর্স কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

সম্প্রতি নির্বাচনে নিজেরই রাজনৈতিক শিষ্য নাজিব রাজাককে হারিয়ে সরকার গঠন করেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। কিন্তু সরকারে আসার পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। বিশেষত মাহাথিরের নেতৃত্বে গঠিত সরকারকে পড়তে হয়েছে নাজিব সরকারের রেখে যাওয়া এক ট্রিলিয়ন মালয়েশিয়ান রিংগিতের (এক লাখ কোটি রিংগিত) ঋণের সংকটে।

এই ঋণ কমানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির অংশ হিসেবেই মন্ত্রীদের বেতন ছাঁটা হচ্ছে বলে জানিয়েছেন মাহাথির।

  • সর্বশেষ
  • পঠিত