ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রুপচর্চায় আলুর জাদুকরি যত ব্যবহার!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ০৩:০৯

রুপচর্চায় আলুর জাদুকরি যত ব্যবহার!

আলু শুধু সবজিই নয়, এটা ফেসমাস্ক ও স্ক্রাবার হিসেবে দারুন কাজ করে। বিশেষ করে ত্বকের ক্ষেত্রে কালো দাগ, রোদে পোড়া দাগ, বলিরেখা, চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, মুখে ক্লান্তির ভাব, বয়সের ছাপ দূর করে। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে করা যায় রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি।

*চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।

*ত্বকের যেখানে কালো দাগ, সেখানটায় আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কালো দাগ চলে যাবে।

*চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন। বেশ আরামও পাবেন চোখে।

*আলুর রসে তুলো ভিজিয়ে নিয়ে সেটা মুখ ও চোখে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বকে সজীব এবং চোখের ক্লান্তি ভাব দূর হবে।

*বলিরেখা দূর করতে আলুর রসের সাথে অলিভ ওয়েল মিশিয়ে চোখের নিচে ও কোনায় প্রতিদিন পাঁচ মিনিট লাগিয়ে রাখুন। শুকানোর পর ধুয়ে ফেলুন।

*আলুর রস পুরো মুখে লাগান। ব্রণ নিরাময়ে ভালো কাজ দেবে।

*একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।

*একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এক টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে ১৫ মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে।

*একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস নিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মাস্কের কাজ করে।

*হালকা চুলকানি, লালচে ভাব হওয়া এবং পোকা-মাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা কমবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত